Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৩

চুয়াডাঙ্গা: দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু এদের মধ্যে লাশ হয়ে ফিরলেন একজন। এছাড়া আহত হয়েছেন নিহতের বন্ধুসহ আরও দু’জন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলার আলমডাঙ্গা উপজেলার ডাম্বলপুর এলাকায় অবৈধ যানবাহন আলমসাধু মোটরসাইকেলটিকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত লিটন (২৫) আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এছাড়া আহত হয়েছেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের ফারুক আলী ও আলমসাধু আরোহী আসমান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসাইন জানান, লিটন ও ফারুক দু’বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছিলেন কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকায়। পথে আলমডাঙ্গার ডাম্বলপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যানবাহন অবৈধ আলমসাধু তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন নিহত হন। এ সময় আহত হন দু’জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার পর নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।’

সারাবাংলা/পিটিএম

আলমসাধু নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর