Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানকেও পেনশন স্কিমে অংশ নেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪০

ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পঠিয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছিল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সব স্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্য পূরণে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলো।

সরকার ২০২৩ সালের ৩১ জানুয়ারি দেশের সব স্তরের জনগণ, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে। একই বছরের ১৩ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩ প্রণয়ন করা হয়।

সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক, অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা অংশ নিতে পারেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিকেরও এই স্কিমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

আর্থিক প্রতিষ্ঠান পেনশন স্কিম বাংলাদেশ ব্যাংক সর্বজনীন পেনশন সর্বজনীন পেনশন স্কিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর