Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদিজাতুল আনোয়ার এমপি’র সিআইবি রিপোর্ট হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট তলব করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সেইসঙ্গে তার হলফনামাসহ নির্বাচন কমিশনে দাখিল করা যাবতীয় নথি দাখিল করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীবের একক হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একই আসনের (চট্টগ্রাম-২) প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদের আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী হামিদুল মিসবাহ।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারের সংসদ সদস্য পদ বাতিল ও পুনর্নির্বাচনের জন্য গত সপ্তাহে হাইকোর্টে নির্বাচনি মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।

পরে আইনজীবী হামিদুল মিসবাহ সারাবাংলাকে বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী খাদিজাতুল আনোয়ার নির্বাচনি হলফনামায় খেলাপি ঋণসংক্রান্ত এবং অর্থঋণ আদালতের মামলাসহ নিজের নামে আটটি ব্যাংক ঋণের তথ্য গোপন করে নির্বাচিত হয়েছেন। পরে এ বিষয়ে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আইন অনুযায়ী গত সপ্তাহে হাইকোর্টে নির্বাচনি আপিল দায়ের করেন।’

বিজ্ঞাপন

আজ শুনানি শেষে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। সেইসঙ্গে রুল জারি করা হয়েছে। পাশাপাশি খাদিজাতুল আনোয়ারের সিআইবি রিপোর্ট তলব করেছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

খাদিজাতুল আনোয়ার এমপি টপ নিউজ তলব সিআইবি রিপোর্ট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর