বায়ার্নের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁল লেভারকুসেন
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩৭
এই মৌসুমে যেন রূপকথার গল্প রচনা করেই চলেছে ক্লাবটি। বায়ার্ন মিউনিখের রাজত্বে হানা দিয়ে নিজেদের প্রথম লিগ শিরোপার দিতে এগিয়ে যাচ্ছে বায়ার্ন লেভারকুসেন। গতকাল বুন্দেসলিগার ম্যাচে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের আরেকটি রেকর্ডে ভাগ বসালো লেভারকুসেন। সব টুর্নামেন্ট মিলিয়ে বায়ার্নের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে জাভি আলোনসোর দল।
এবারের মৌসুমে ২২ লিগ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছে লেভারকুসেন। বাকি চার ম্যাচে করেছে ড্র। এই মৌসুমে তাই এখনো লিগে হারের মুখ দেখেনি লেভারকুসেন। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত আছে তারা। আর এতেই নতুন ইতিহাস গড়েছে লেভারকুসেন। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে টানা দুইবার সব টুর্নামেন্ট মিলিয়ে ৩২ ম্যাচে হারেনি বায়ার্ন। চার বছর পর তাদের সেই কীর্তিকে ছুঁয়েছে লেভারকুসেন।
গত সপ্তাহেই বায়ার্নকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার পথে একধাপ এগিয়ে গেছে লেভারকুসেন। এই মৌসুমে লিগে সম্ভাব্য ৬৬ পয়েন্টের মাঝে মাত্র ৮ পয়েন্ট হারিয়েছে তারা। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এটি তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট। ২০১৩-১৪ মৌসুমে পাওয়া ৬২ পয়েন্টই তাদের ইতিহাসের সেরা। ২০১৫-১৬ সালে তারা পেয়েছিল ৫৯ পয়েন্ট। এবার নিশ্চিতভাবেই সেই ৬২ পয়েন্টকে ছাড়িয়ে যাবে আলোনসোর দল।
বুন্দেসলিগায় নিজেদের ইতিহাসে পাঁচবার রানার্সআপ হয়েছে লেভারকুসেন। কখনোই শিরোপা না জেতা দলটি শিরোপার সুবাস পাচ্ছে এখনই। ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন। লিগে এখনো বাকি ১২ ম্যাচ। মৌসুমজুড়ে ফর্মে থাকা লেভারকুসেন কি শেষ পর্যন্ত ইতিহাস গড়ে শিরোপা জিততে পারবে?
সারাবাংলা/এফএম