Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৯

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামান মারা গেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৈতৃক বাড়ি ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এসআর সুমন জানান, রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লায়েকুজ্জামানের জন্ম ১৯৬৪ সালে ফরিদপুরের নগরকান্দায়। তিনি দৈনিক কালের কণ্ঠ, মানবজমিন, সকালের খবর, দিন দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

সারাবাংলা/একে

টপ নিউজ লায়েকুজ্জামান সাংবাদিক সাংবাদিকের মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর