Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ হাজার ১০০ কোটি টাকা মূলধন হারিয়েছে পুঁজিবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৫

ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ ফেব্রুয়ারি) লেনদেনে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে। এ সময়ে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি বিদায়ী সপ্তাহে স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৬ হাজার ১০০ কোটি টাকা বেশি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিগত সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। আর তার আগের (৪ থেকে ৮ ফেব্রুয়ারি) সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা বা ০.৭৮ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫.১১ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৮৫৪ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং দ১ হাজার ১৫৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৩০৯ এবং অপরিবর্তিত রয়েছে ১৬ শেয়ার ও ইউনিট দর। আর লেনদেন হয়নি ১১ কোম্পানির শেয়ার ও ইউনিট।

বিজ্ঞাপন

এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ ১২ হাজার ১৩৫ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৬ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৩ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩২ কোটি ১৫ লাখ ১০২ টাকা।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৭২৮ কোটি ৯ লাখ ৯০ হাজার ১১৯ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৬৪৯ কোটি ৩৬ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা বা ০.০১ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১.২৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৬.৬৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫০ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ পয়েন্টে।

সিএসইতে মোট ৩৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার ও ইউনিট দর।

সারাবাংলা/জিএস/একে

পুঁজিবাজার মূলধন শেয়ার বাজার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর