Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চলছে করপোরেট ফুটবল টুর্নামেন্ট

সারাবাংলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলছে পাঁচদিনের ফুটবল টুর্নামেন্ট। এশিয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘করপোরেট ফুটসাল কাপ’ টুর্নামেন্ট নামে এ আয়োজন শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি। পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সের ফুটসাল টার্ফে আয়োজনের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। এতে কেএসআরএমসহ ১০টি করপোরেট টিম অংশ নেয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন অনুষ্ঠিত দুটি ম্যাচে কেএসআরএম করপোরেট টিম অনন্ত গ্রুপ ও এক্সিম ব্যাংকের মুখোমুখি হয়। প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ মুহুর্তের গোলে জয়ের হাসি হাসে ‘অনন্ত গ্রুপ’। তবে দ্বিতীয় ম্যাচে এক্সিম ব্যাংক ফুটবল টিমের সঙ্গে ৪-১ গোলের বিরাট ব্যবধানে জয় পায় কেএসআরএম। একইদিন বিভিন্ন করপোরেট টিমের অংশগ্রহণে আরও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন ও শাহরিয়ার জাহান রাহাত, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, উপ ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক এবিএম গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ।

আয়োজনের জন্য এশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যে একে অপরের প্রতি হৃদ্যতা বাড়বে। করপোরেটদের মধ্যে তৈরি হবে সামাজিক সেতুবন্ধন।’

বিজ্ঞাপন

‘করপোরেট ফুটসাল কাপ’ টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশ নিচ্ছে। মোট ৩৯টি ম্যাচ শেষে ১৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে- কেএসআরএম, মেঘনা গ্রুপ, নগদ, বিকাশ, পিএইচপি, ক্লিপটন গ্রুপ, রবি, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক, এশিয়া গ্রুপ, চৌধুরী গ্রুপ, ইউনিয়ন ব্যাংক, প্যাসিফিক জিন্স বাংলালিংক, কিশোয়ান, ম্যাফ সুজ, অনন্ত গ্রপ, কনফিডেন্স সিমেন্ট, বারকোড, ডেকাথলন, মার্স্কসহ আরও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম ফুটবল টুর্নামেন্ট

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর