Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২২

ঢাকা: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কারাবন্দি আবু সাঈদ চাঁদের অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান তিনি। এ সময় চাঁদের অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোাঁজ-খবর নেন রিজভী।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সলের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতের সময় রুহুল কবির রিজভী চাঁদের পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে বলেন, ‘এভাবে বেশি দিন আর চলবে না। জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। অচিরেই এই বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে।’

রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

আবু সাঈদ চাঁদ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর