কাননে রঙের কোলাহল, বসন্তে ব্যাকুল হৃদয়
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৭
চট্টগ্রাম ব্যুরো: হয়তো শীতের রিক্ততা এখনো প্রকৃতিজুড়ে, তবুও গাছের শাখায়, পাতায়-পাতায় শিহরিত স্পর্শের অনুভব। প্রকৃতির মাঝে নতুন রঙের ছটা উঁকি দিচ্ছে। দখিনা বাতাসে দোল খাচ্ছে দুরন্ত শিমুল, আকাশের দিকে আঁখি মেলে আছে জবা। কচিপাতায় রঙিন আলোর নাচন জানান দিচ্ছে বাঙালির জীবনে বছরঘুরে এসেছে বসন্ত।
চট্টগ্রামে বসন্তের রঙ ছুঁয়ে গেছে সব বয়সের মানুষকেই। সাথে আবার ভালোবাসার দিন। প্রতিবছরের মতো এবারও আনন্দের গভীরতম স্পর্শে নানা আয়োজনে ঋতুরাজকে বরণ করছে বন্দরনগরীর আপামর মানুষ, যারা বাঙালি সংস্কৃতির শেকড়কে ধারণ করেন হৃদয়ে। বাংলার চিরায়ত গান, নাচ, আবৃত্তি, কথামালা সব মিলিয়ে চট্টগ্রাম জুড়ে ফাগুনের প্রথম দিনে উৎসবের আমেজ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ফাগুনের প্রথম সকালের সূর্যের আলো ফোটার পরেই একক আবৃত্তি ও সেতার বাদনের মধ্য দিয়ে নগরীর লালদিঘী ময়দানে শুরু হয় বোধন আবৃত্তি পরিষদের বসন্ত বরণের আয়োজন। লালদিঘীর ঐতিহাসিক ছয়দফা মঞ্চে বড় পরিসরে বোধনের এ আয়োজনের শুরুতে একক আবৃত্তি পরিশেন করেন সংগঠনটির সহ-সভাপতি শিমুল নন্দী। শিল্পী রোজী সেনের সেতার বাদনের পর বেলা সাড়ে ১২টা পর্যন্ত একক ও দলীয় আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশিত হয়।
বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, বিকেলে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি কথামালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। এছাড়া একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারসহ বিশিষ্টজনেরা এতে অংশ নেবেন।
এদিকে বোধন আবৃত্তি পরিষদের আরেক অংশ বসন্ত বরণের আয়োজন করে নগরীর আমবাগান শেখ রাসেল পার্কে। সকালে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক উৎসবের উদ্বোধন করেন। একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারও বসন্তের অনুভূতি তুলে ধরেন। বিপুল মানুষের সমাগ, বাসন্তী রঙে নিজেকে সাজিয়ে উৎসবে শামিল হওয়া তরুণ-তরুণীদের নাচ-গান ছায়াঘেরা শেখ রাসেল পার্কে অনন্য আমেজ তৈরি করে। সংগঠনটির পক্ষ থেকে বিকেলে বসন্তের শোভাযাত্রা বের হবে।
সিআরবির সাত রাস্তার মোড়ে প্রমা আবৃত্তি সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করে। সকালে দ্য ভায়োলিনিস্ট চিটাগংয়ের যন্ত্রীদের বেহালা বাদনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর দলীয় আবৃত্তি, গান ও নাচ পরিবেশিত হয়। বিকেলে কথামালা পর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়সহ বিশিষ্টজনেরা থাকবেন।
দিনব্যাপী এসব আয়োজনে সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্য স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, কৃত্তিকা নৃত্যালয়, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, অদিতি. সঙ্গীত নিকেতন, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ওডিসি অ্যান্ড ট্যাগর ডান্স মুভমেন্ট সেন্টার, আলোড়ন ডান্স একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গন, নৃত্যনন্দন, নৃত্য নিকেতন, অভ্যুদয়, কালচারাল পার্ক, সঙ্গীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন এবং উদীচী দলীয় বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছে উদীচী চবি সংসদ। বেলা ১২টায় চবি উন্মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এরপর শোভাযাত্রা বের হয়। লোকগান, গম্ভীরা, পিঠাপুলি প্রদর্শনসহ ভিন্নধর্মী নানা আয়োজন করেছে উদীচী। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম প্রেসক্লাবসহ আরও বিভিন্ন সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করেছে।
সারাবাংলা/আরডি/এনএস