Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে ওষুধ রফতানি হচ্ছে’

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৮

জাতীয় সংসদ ভবন থেকে: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সবধরনের ওষুধ রফতানি রফতানি করা হয়। তিনি বলেন, বিদেশে রফতানি বাড়াতে, ব্যবসায়ীদের উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি বছরও ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান, যে দেশগুলোতে বাংলাদেশ উৎপাদিত ওষুধ রফতানি হয় সেগুলো হলো- মারগানিস্তান আভারবাহওন, বুটান, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, জর্ডান, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, বায়ানমার, থাসয়েনিং। য্যাকাও, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্গং, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, তাইওয়ান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, ফিনিডিন, লেবানন, কুয়েত, কাতার, ওমান উপসাগরীয় দেশসমূহ (জিসিসি), তুর্কমেনিস্তান কাজাকিস্তান, বাহরাইন, রুনাই দারুস সালাম, দুবাই, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল রাশিয়া, বুমানিয়া, স্লাভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইজারল্যান্ড, সার্বিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, কিরগিজস্তান, আর্মেনিয়া, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, ফিনল্যান্ড, ট্রান্সনিস্মিয়া, অর্জিয়া, সাইপ্রাস কসোভো, ত্রিনিদাদ ও টোবাগে, সান মারিনো, অস্ট্রেলিয়া, ফিভি, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, পালাউ আলজেরিয়, বুর্কিনা ফাসো বতসোয়ানা, চাদ, মিশর, গ্যাবন, কেনিয়া, লিবিয়া, লাইবেরিয়া লেসোথো, মরিশাস, নাইজেরিয়া, মালাউই, মালি, সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সোয়াজিল্যান্ড, সেচেলেস তানজানিয়া, তিউনিসিয়া, টোগো, উগান্ডা, সিচুরেইন রিত্রিয়া, অ্যামাইকা, লাওস মৌরিতানিয়া, কশো, সোমালি ল্যান্ড, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, বার্বাডোস, হাইতি আর্জেন্টিনা, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টা-রিকা, চিলি, ইকুয়েডর, পুয়েতিমালা, গায়ানা, মরলো, মন্টিনিগ্রো, নিকারাগুয়া, পানামা, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, ঢোলা, ভেনেজুয়েলা, ভানুয়াতু, পেরু, সুরিনাম, কুরাকাও, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

বিজ্ঞাপন

এছাড়া নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের অপর এক প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন সংসদে জানান, সরকার মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে চিকিৎসক ও নার্স নিয়োগ এবং বিশেষায়িত হাসপাতাল ও ইউনিট নির্মাণ করা সহয়েছে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা হচ্ছে। ফলে অতীতের যেকোনো সময়ের তুলনায় সরকারি হাসপাতালে রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছেন বলে জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ওষুধ দ্বাদশ জাতীয় সংসদ সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর