Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪

ফাইল ছবি

ঢাকা: যৌতুক নিরোধ আইনের একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেনকে আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

এ বিষয়ে আইনজীবী সগির হোসেন লিওন জানান, একটি মামলার কার্যক্রম গত ৪ সেপ্টেম্বর ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। আগামী ৩ মার্চ তার মেয়াদ শেষ হবে। মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগের আদেশ পাওয়া সত্ত্বেও ছয় মাস মেয়াদ শেষ হওয়ার আগেই আসামিকে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন।

সেই আদেশ হাইকোর্ট বিভাগের নজরে আনা হলে আদালত এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। আগামী ১০ মার্চ স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ তলব বিচারক হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর