ঘুমধুম সীমান্ত পরিদর্শনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫০
বান্দরবান: মিয়ানমারের চলমান সংঘাতের জের ও এসএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমরা প্রথমে বান্দরবান সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। তবে আমরা এখানে কোন সমস্যা দেখতে পাইনি। আমার মনে হচ্ছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তিনি বলেন,‘ যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে ও মন্ত্রণালয়ে আলাপ হচ্ছে। আশা করছি শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে তাদের পাঠানোর ব্যাপারে। সীমান্তে থাকা দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য অনুমোদনও এসেছে। আশা করছি এতে কোনো সমস্যা হবে না।‘
ডিআইজি বলেন, ‘সীমান্ত এলাকাটা মূলত বিজিবির তত্ত্বাবধানে। তারপরও আমরা এসেছি। এখানকার পরিস্থিতি খুবই ভালো। তবে মাঝে মধ্যে মধ্যে ওপারে ফাঁকা গুলি ছুড়ে। এতে এলাকাবাসীরা আতঙ্কে থাকে। তবে আমরা পরিদর্শন করে কোনো খারাপ পরিস্থিতি দেখিনি।’
এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও