Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই থেকে পানির দাম বাড়াতে চায় ওয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৮

ঢাকা: আগামী জুলাই মাস থেকে এলাকাভিত্তিক পানির নতুন দাম নির্ধারণ করতে চায় ঢাকা ওয়াসা। তবে এলাকাভিত্তিক পানি দাম বাড়ানোর আগে নিয়মিত সমন্বয়নের অংশ হিসেবেও পানির দাম বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

রোববার (১১ ফেব্রুয়ারি) সেবা সংস্থাভিত্তিক সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ডুরার সঙ্গে মতবিনিময় সভায় তাকসিম এ খান এসব কথা বলেন। এছাড়া পানির জন্য সরকার আর ভর্তুকি দেবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ওয়াসা এমডি বলেন, ‘উৎপাদন খরচের চেয়ে কম দামে পানি বিক্রি করে ঢাকা ওয়াসাকে এগিয়ে নেওয়া যাবে না। সরকার যদি কোনো সরকারি সংস্থাকে ভর্তুকি দিয়ে চালায় ওই সংস্থা কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না।’

এলাকাভিত্তিক আলাদা আলাদা পানির দাম সমন্বয় সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের যদি ব্রেক ইভেন্টে আসতে হয় তাহলে দামের সমন্বয় করতে হবে। আমাদের মধ্যে একটা অংশ আছে যারা অনেক ধনী। বারিধারায় একটা দুই রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া ১ লাখ ২৫ হাজার টাকা। এখন চিন্তা করেন খিলগাঁওয়ে এ রকম একটা অ্যাপার্টমেন্ট্ নিয়ে যিনি থাকেন তিনি ভাড়া দেন ২০ হাজার। তো ২০ হাজার টাকা যে ভাড়া দেয় আর এক লাখ ২৫ হাজার টাকা যে ভাড়া দেয় সে একই দামে পানি খাচ্ছে। সরকারের ভর্তুকির টাকা কেন আপনি বড়লোককে দিবেন। প্রশ্নই আসে না।’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ঢাকা ওয়াসা ‘এরিয়া অ্যান্ড ক্যাপাসিটি বেইজড’ মূল্য নির্ধারণ করতে যাচ্ছে। এ জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে। তাতে একটি এলাকার বাসিন্দাদের আয়ের ওপর নির্ভর করে ৬-৭টি ধাপে পানির দাম নির্ধারণ হবে।’

বিজ্ঞাপন

‘যারা অধিক ক্ষমতাসম্পন্ন তারা পানির দাম বেশি দিক। যারা কম কম ক্ষমতাসম্পন্ন তারা কম দিক। সরকার কোনোভাবে আর সাবসিডি দেবে না। কাজেই আমরা কোনো দাম বাড়াচ্ছি না, ওই সিস্টেমটা চালুর জন্য আপ্রাণ চেষ্টা করছি।’

‘আগামী জুলাইয়ের আগে এটা চালু করা যাচ্ছে না। এরমধ্যে সরকার যদি এটা চালু করতে সময় নেয় আর ওই সময়ের মধ্যে যদি পানির দাম বাড়াতে চায় সেটি করবে। কিন্তু আমরা ওই পথেই যেতে চাই। পহেলা জুলাই থেকে যেতে চাই’-বলেন তাকসিম এ খান।

বর্তমানে ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক গ্রাহকরা ওয়াসার এক হাজার লিটার পানির জন্য খরচ করে ৪২ টাকা। ঢাকা ওয়াসা বলছে, এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা। সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল।

সারাবাংলা/আরএফ/একে

ওয়াসা পানির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর