ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫২
‘বড়দের’ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছিল ভারতের যুবাদের সামনে। অস্ট্রেলিয়াকে অল্প রানে বেঁধে ফেলে সেই আশাও জাগিয়ে তুলেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৭৯ রানে হারিয়ে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অপরাজিত চ্যাম্পিয়ন হিসাবেই টুর্নামেন্ট শেষ করলেন তারা।
শেষবার ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এরপর পেরিয়ে গেছে ১৪ বছর। মাঝে দুইবার ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই বাড়ি ফিরতে হয়েছিল তাদের। গত বছর দুর্দান্ত কেটেছে অস্ট্রেলিয়ার বড়দের দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজের পর কামিন্সের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। বড়দের মতো অজিদের যুবারাও এবারের বিশ্বকাপে ছিল অদম্য। পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল তারা।
ফাইনালে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অজি অধিনায়ক ওয়েবগেন। শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি তাদের, ১৬ রানের মাথায় পরে প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে হ্যারি ডিক্সন-হুগ ওয়েবগেনের ৭৮ রানের জুটি কিছুটা স্থিতি এনেছিল। এরপর লিম্বানি-তিওয়ারিদের দারুণ বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল অস্ট্রেলিয়া। ১৮৭ রানের মাঝে অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে দারুণ উজ্জীবিত ছিল ভারত।
তবে লোয়ার মিডল অর্ডারকে সাথে নিয়ে অলিভার পিক লড়ে গিয়েছেন একাই। তার বীরত্বেই ২৫০ পেরোয় অজিরা, পিক অপরাজিত ছিলেন ৪৬ রানে। ৭ উইকেটে ২৫৩ রান তোলে অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন হারজাস সিং।
অজিদের দেওয়ার লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই থিতু হতে পারেনি ভারতের ব্যাটিং লাইনআপ। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা শাহারান- কুলকারনিরা আজ কিছুই করতে পারেননি। শুরু থেকেই বিয়ার্ডম্যান-ম্যাকমিলানদের দাপটে নিজেদের মেলে ধরতে পারেনি ভারতের টপ অর্ডার। ভারতের বড় ভরসা অধিনায়ক শাহারান আজ করেছেন মাত্র ৮ রান। ওপেনার আদর্শ সিং একাই লড়ে গেছেন অনেকটা সময়জুড়েই। ৪৭ রান করা আদর্শ ফিরলে ভারতের আশাও শেষ হয়ে যায় অনেকটাই।
১২২ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে ভারত। ৯ম উইকেটে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন মুরুগান অভিষেক। ৪৬ বলে ৪২ রান করে ভারতের দর্শকদের মনে কিছুটা আশা জাগিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার লড়াই বৃথাই গিয়েছে। ১৭৪ রানে গুটিয়ে যায় ভারত, উল্লাসে ভাসে অজিরা। অজিদের হয়েছে ৩টি করে উইকেট নিয়েছেন বিয়ার্ডম্যান ও ম্যাকমিলান।
সারাবাংলা/এফএম