Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল-পিএসএলের কারণে পেছাবে চ্যাম্পিয়নস ট্রফি?

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৬

২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি

টি-টোয়েন্টি লিগের কারণে গত এক যুগে অনেকটাই চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে হরহামেশাই বদলে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের সূচি। এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের সাথে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল, দক্ষিণ আফ্রিকান টি-২০ ও পিএসএল। তাই ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে বদলে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির সূচিও।

বিজ্ঞাপন

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। এই বছর বিপিএল শুরু হয়েছে ১৯জানুয়ারি, শেষ হবে ১ মার্চ। দক্ষিণ আফ্রিকান লিগও শুরু হয়েছিল জানুয়ারিতে, শেষ হবে এই মাসে। এই দুই টুর্নামেন্ট এবার বেশ কিছু কারণে নিজেদের সূচিতে পরিবর্তন এনেছিল। আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়েই পড়েছে এই টুর্নামেন্টগুলোর সূচি। একই সাথে আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগও শুরু হবে কাছাকাছি সময়ে।

বিজ্ঞাপন

যে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর, সেই দেশের পিএসএলের সাথেও সূচি নিয়ে সমস্যায় পড়তে হবে আয়োজকদের। চ্যাম্পিয়নস ট্রফি শেষে টুর্নামেন্ট শুরু করতে হলে সেটা আইপিএলের সাথে একই সময়ে পড়বে যা পাকিস্তান কখনোই চায় না। একই কারণে বরাবরের মতো এবারও টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে পিএসএল শেষ হবে ১৮ মার্চ।

চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে যদিও এখনো কিছুটা ধোঁয়াশা আছে। বিশেষ করে গত এশিয়া কাপে ভারতের আপত্তির কারণে পাকিস্তান ও শ্রীলংকা মিলিয়ে ‘হাইব্রিড টুর্নামেন্ট’ আয়োজন করতে বাধ্য হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চাইবে না সেটা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত কোন ভেন্যুতে খেলা হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

সারাবাংলা/এফএম

ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি বিপিএল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর