Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ ৮ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এই তথ্য জানায়।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপ করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। পরে এর সাথে জড়িত থাকা ৮ জনকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এমও

গ্রেফতার টপ নিউজ পুলিশ ভারতীয় পেঁয়াজ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর