Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পালিয়ে এলো আরও ৬৩ বিজিপি সদস্য, আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে ৩২৭

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৪ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১

ঢাকা: মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান যুদ্ধে পর্যুদস্ত হয়ে আরও ৬৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জনে।

আশ্রয়প্রার্থীদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিকও রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩২৭ সদস্যকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। নতুন করে আরও এসেছে ৬৩ জন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশের স্বার্থে সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বিজিবি।

সারাবাংলা/ইউজে/এমও

আশ্রয়প্রার্থী বিজিপি বিজিবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর