Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনি হত্যা তদন্তে সময় বেঁধে দিতে পারি না— সংসদে আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কোনো সময় বেঁধে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার তদন্ত কবে শেষ হবে, সেটার জন্য সময় বেঁধে দিতে পারি না। তদন্তকারী সংস্থা সঠিক তদন্ত করতেই সময় নিচ্ছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. হাফিজ উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে এ উত্তর দেন আইনমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনুপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন রেখে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দিতে আর কতদিন সময় লাগবে? তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হবে। কিন্তু দুঃখের বিষয়, ৪৮ ঘণ্টা তো দূরের কথা, ৪৮ মাস পেরিয়ে গেছে। বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু তদন্ত আর শেষ হয়নি।

পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আ্যডভোকেট আনিসুল হক বলেন, সংসদ সদস্য মো. হাফিজ উদ্দিনের উৎকণ্ঠার প্রতি সম্মান জানাই। তবে তদন্ত করতে সময় লাগে। তদন্তকারী সংস্থা ঘটনার রহস্য উদ্‌ঘাটন করতে না পারলে সময় নেবে। তদন্তকারী সংস্থা সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ সঠিকভাবে উদ্‌ঘাটন করতেই সময় নিচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেছিলেন। পুলিশ ও গোয়েন্দা পুলিশের পর মামলার তদন্তভার দেওয়া হয় র‌্যাবকে।

বিজ্ঞাপন

এরপর হত্যাকাণ্ডের ১২ বছর পূর্ণ হতে গেলেও এখন পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি র‌্যাব। সবশেষ আদালতে ১০৬ বারের মতো পিছিয়েছে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী সংসদ অধিবেশন সাগর-রুনি হত্যা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর