Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় সরকারি আইনগত সহয়তা বিষয়ক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫

ভোলা: “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগানে ভোলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক এক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অডিটোরিয়াম জেলা লিগ্যাল-এইড এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা লিগ্যাল-এইড অফিসার সাব্বির মো. খালিদ।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে বিনামূল্যে কিভাবে আইনগত সহায়তা পেতে পারে সে দিকগুলো তুলে ধরেন তিনি।

এসময় জেলা লিগ্যাল-এইড’র সহকারী জজ মো. ফজলে রাব্বি,হযরত আলীসহ কলেজটির গভর্নিং বডির সদস্য মো. সফিকুল ইসলাম বক্তব্য দেন।

সেমিনার শেষে আইনগত সহায়তা বিষয়ক প্রেজেন্টেশন ও জেলা লিগ্যাল-এইডের কর্মকাণ্ডের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/এনইউ

আইনগত ভোলা সরকারি সহয়তা সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর