Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি না খেলায় ম্যাচের টাকা ফেরত চায় হংকং সরকার!

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৪

হংকংয়ে বেঞ্চে বসেই ম্যাচ দেখেছেন মেসি

সৌদি সফরে ব্যর্থ ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল হংকংয়ে। লিওনেল মেসি আসছেন, এই খবরে বিশাল অংকের টাকা বিনিয়োগ করেছিল দেশটির ফুটবল ফেডারেশনসহ সব আয়োজকরাই। তবে শেষ পর্যন্ত বেঞ্চে বসেই ম্যাচটা দেখেছেন মেসি। আর এতেই চটেছেন মাঠে উপস্থিত দর্শক ও আয়োজক কমিটি। হংকং সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, মেসি না খেলায় ম্যাচের টাকা ফেরত চাইছেন দর্শক ও আয়োজকরা!

আল নাসরের বিপক্ষে ৬-০ গোলে হারের লজ্জার ম্যাচে মাত্র ৫ মিনিটের জন্য মাঠে ছিলেন মেসি। হংকং একাদশের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে মায়ামি কোচ মার্টিনো নিজেই জানিয়েছিলেন, এই ম্যাচে মেসির শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। এই ঘোষণাতেই বড় অংকের টাকা বিনিয়োগ করে হংকং। আয়োজক কমিটি প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরো আয়োজন সম্পন্ন করে। মেসিকে দেখার জন্য হাজারো দর্শক চড়া মূল্যে টিকেটও কেটেছিল।

বিজ্ঞাপন

কিন্তু ম্যাচের দিন দেখা যায়, মেসি একাদশে নেই! শুধু মেসি নন, মায়ামির হয়ে খেলেননি অন্য তিন সাবেক বার্সেলোনা তারকা বুসকেটস, সুয়ারেজ ও আলবা। বদলি হিসাবেও মাঠে নামেননি তারা। আর এতেই মেজাজ হারিয়েছেন মাঠে উপস্থিত দর্শক। বেঞ্চে বসা মেসিকে দুয়ো দিয়েছেন, চিৎকার করে ফেরত চেয়েছেন ম্যাচের টিকেটের মূল্যও।

এমন ঘটনার পর হংকং সরকার জানিয়েছে, মেসির না খেলায় ক্ষুব্ধ সবাই, ‘মেসি আজ মাঠে না নামায় দর্শক, আয়োজক, সরকার; সবাই হতাশ। সরকার আয়োজকদের সাথে এই ব্যাপারে আলোচনায় বসবে। সবাই নিজেদের টাকা ফেরত চাইছে। ম্যাচের আগে মায়ামি কোচ মেসি-সুয়ারেজের না খেলার ব্যাপারে কিছুই জানাননি।’

হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে ৪-১ গোলে জিতেছে মায়ামি। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মেসি-সুয়ারেজের মাঠে না নামা। এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি মায়ামি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

দুয়ো ফুটবল মায়ামি মেসি হংকং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর