Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির প্রতিক্রিয়ায় বিচলিত নয় সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৪

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করা বলেও জানান তিনি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘জজ মিয়া, মিয়া আরেফিসহ বিএনপি যতই নাটক সাজাক না কেন জনগণের সমর্থন তাদের নেই। তারা যতই করুক। জনগণ আন্দোলন চায় না। তারা নির্বাচন বয়কটের পরও ৪১ দশমকি ৮ শতাংশ জনগণ ভোট দিয়েছেন। ২৮টি দল অংশ নিয়েছে। সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশ ও সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন কথা মার্কিন যুক্তরাষ্ট্রও বলেনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এই নির্বাচনে বিএনপি কি প্রতিক্রিয়া দেখাবে এবং কি বলবে এ নিয়ে বিচলিত নই।’

বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমেরিকারও নানান চিন্তা আছে। তারা এখন নিজেদের চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার তাদের এতো সময় কোথায়? চ্যালেঞ্জের রেশ বাংলাদেশেও রয়েছে। গতকালও দেখলাম রেমিটেন্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। ওঠানামা থাকবেই। তারপরও আমারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি, এটা একটা ভাল দিক। এ অস্থিরতার মধ্যেও জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ-দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার। কথা বেশি না বলে কাজে বেশি মনোযোগ দিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।’

স্থানীয় সরকার নির্বাচনে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না। এছাড়া শিগগিরই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। যা এক সপ্তাহের বেশি নয়।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর