৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ করতে একুশে টিভিকে আদেশ
১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৬
ঢাকা: মামলার পরিপ্রেক্ষিতে এক কর্মীর পাওনা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে আদেশ দিয়েছেন শ্রম আদালত। ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এই আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদী রঞ্জন মল্লিক একুশে টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ছিলেন। তিনি ২০১৬ সালে চাকরিতে যোগ দেন। এর তিনবছর পর তাকে টার্মিনেট করা হয়। মামলার বাদী রঞ্জন মল্লিক দাবি করেন, পাওনা চেয়ে নোটিশ দিলেও একুশে টেলিভিশন কর্তৃপক্ষ তার ৪ লাখ ৩২ হাজার ৬৪ টাকা পাওনা পরিশোধ করেননি। ফলে সংক্ষুব্ধ হয়ে তিনি শ্রম আদালতে মামলা করেন।
মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, এইচআর হেডকে বিবাদী করা হয়।
আদালত রায়ে উল্লেখ করেছেন, মামলার পর একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হতে আদেশ দিলেও তারা হাজির হননি।
আদালত মামলাটির রায়ে সিদ্ধান্ত নিয়েছেন যে, একুশে টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বাদী ৩ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছেন। বাদী ৪ লাখ ৩২ হাজার ৬৪ টাকা পাওনা বলে দাবি করলেও বাকি প্রমাণ তিনি দেখাতে পারেননি।
আদালত রায়ে উল্লেখ করেছেন, আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় আইন মোতাবেক বাদী তার পাওনা আদায় করতে পারবেন।
সারাবাংলা/একে