Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যত্রতত্র বর্জ্য ছড়ালে জরিমানা’

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ব্যবসা-প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো যত্রতত্র বর্জ্য ফেললে জরিমানা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সের পাশের খালের মাটি উত্তোলন কাজ উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা ঠেকাতে আমরা শুষ্ক মৌসুমে খাল ও নালা থেকে মাটি তুলছি। সিডিএকে চাপ দিচ্ছি যাতে জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের আওতায় থাকা খালগুলোর মাটি তোলা হয়। পরিবর্তিত জলবায়ুর কারণে নগরীতে পানি জমলেও দ্রুততম সময়ে সে পানি যাতে অপসারিত হয় সেটি আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘তবে কোনো পদক্ষেপই সফল হবে না, যদি না জনগণ খাল ও নালায় প্লাস্টিক-পলিথিন ফেলা বন্ধ না করেন। আমরা লিফলেট বিতরণ করেছি, পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিচ্ছি। আমরা চাচ্ছি জনগণকে সচেতন করতে, সম্পৃক্ত করতে।’

তিনি আরও বলেন, ‘যত্রতত্র বর্জ্য ছড়ালে এ মাস থেকে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোকে জরিমানা করা শুরু করব। চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কিছু কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা খাল-নালায় ময়লা ফেলে সিভিল ড্রেসে গিয়ে তাদের চিহ্নিত করতে। এরপর আমাদের ম্যাজিস্ট্রেটরা দোষীদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেবে।’

জলাবদ্ধতা কমাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা বসেছি। সবাইকে নিয়ে নালা-খাল ও ফুটপাতের উপর অবৈধভাবে যেসব দোকান, বাড়ি করা হয়েছে সেগুলোও আমরা ভেঙে দেবো।’

বিজ্ঞাপন

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজমি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, কাউন্সিলর এম আশরাফুল আলম ও এসরারুল হক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

জরিমানা ময়লা যত্রতত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর