ধর্ষণচেষ্টা: চবি শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৮
চট্টগ্রাম ব্যুরো: ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের ওই শিক্ষককে সবধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চবি শহীদ মিনার এবং বিকেলে বিভাগের সভাপতির কক্ষ ও প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজিদ সারাবাংলাকে বলেন, ‘আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চাই। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সেই শিক্ষকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের আরেক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার বিরুদ্ধে মামলা করতে হবে। ভবিষ্যতে যেন আমাদের বিভাগে এমন ঘটনা ঘটানোর সাহস আর কেউ না পায়, সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
জানতে চাইলে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক দেবাশীষ পালিত সারাবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি এখনও তদন্ত করছি। যতক্ষণ পর্যন্ত তদন্তের কাজ শেষ না হয়, আমরা অভিযুক্ত শিক্ষককে সবধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, বুধবার রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন, যিনি ওই শিক্ষকের তত্ত্বাবধানে থিসিস করছিলেন। এতে তিনি উল্লেখ করেন, থিসিস শুরু হওয়ার পর থেকে ওই শিক্ষক অভিযোগকারী ছাত্রীর জোর করে হাত চেপে ধরা, শরীরের বিভিন্ন অংশে অতর্কিতে ও জোরপূর্বক স্পর্শ করা, কথাবার্তায় অসঙ্গত ও অনুপযুক্ত শব্দের ব্যবহার করে যৌন হয়রানি করেন। এরপর কেমিক্যাল দেওয়ার অজুহাতে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
যদিও ওই শিক্ষক এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে ছাত্রীর অভিযোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলের আহ্বায়ক শিরীণ আখতার সাংবাদিকদের বলেছেন, অভিযোগ খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সারাবাংলা/আরডি/পিটিএম