Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত ৫০ নারী আসনের ৪৮টিতে প্রার্থী দেবে আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪ ১৮:০৭

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগ। ৫০টি সংসদীয় নারী আসনের মধ্যে আওয়ামী লীগ ভাগে পড়েছে ৩৮টি আসন। আর স্বতন্ত্রদের ভাগে ১০টি। কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্যরা তাদের ১০টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন। সেজন্য এখন আওয়ামী লীগ ৪৮টি আসনে প্রার্থী দিচ্ছে। এছাড়া সংসদের বিরোধীদল জাতীয় পার্টির ভাগে পড়েছে দু’টি আসন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হস্তান্তর করা হয়। ১৪ দলীয় শরিকদের অনুমতি এবং স্বতন্ত্রদের সমর্থন নিয়ে জোটবদ্ধ হওয়ার চিঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবের কাছে হস্তান্তর করেন।

এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সই করা চিঠি জমা দিয়েছি।’

প্রতিনিধি দলের প্রধান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আালাদা চিঠি তাদের সইসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ বলেন, ‘ইসির চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জেটের আরও দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে স্বতন্ত্ররা তাদের সমর্থন দেবেন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবেন।‘

জানা গেছে, ইসি সচিব প্রত্যেক স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, তাদের অবস্থান কী। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের ক্ষমতা অর্পণ করেছেন। ৬২ জনই তাদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সমর্পণ করেছেন বলে জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ৪৮ আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় জোটের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে এবং কল্যাণ পার্টি একটি আসন পেয়েছে। আর এবারই স্বতন্ত্ররা রেকর্ড ৬২ আসনে জয়লাভ করেছে। এছাড়া কল্যাণ পার্টি একটি আসনে জিতেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর