বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি
৩১ জানুয়ারি ২০২৪ ১৪:২৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:১০
পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। এবারের বিপিএলে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের সময়টা একদমই ভালো যাচ্ছে না। টুর্নামেন্টের শুরু থেকেই মাশরাফির খেলা নিয়ে নানা প্রশ্নও উঠেছিল। এসবের মাঝেই এবার বিপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিলেট অধিনায়ক। সিলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের কারণে সাময়িকভাবে বিপিএল থেকে বিরতি নিচ্ছেন মাশরাফি।
বিপিএলের এবারের আসরে ৫ ম্যাচে মাশরাফি নিয়েছেন একটি উইকেট। ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই তেমন আলো ছড়াতে পারেননি তিনি। সাথে দলও হেরেছে সবগুলো ম্যাচ। মাশরাফি যে পুরোপুরি ফিট নন, সেটা খেলা চলার সময়েও আঁচ পাওয়া গিয়েছে অনেকবার। এসব নিয়ে সাবেক সতীর্থ আশরাফুলসহ অনেকেই মাশরাফির খেলা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
এসবের মাঝেই বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি। সিলেট দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দায়িত্ব পালনের কারণে এই বিরতি নিতে হচ্ছে তাকে, ‘জাতীয় সংসদের হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এই মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।’
এই বিজ্ঞপ্তিতে মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট, ‘ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তার ফেরার অপেক্ষায় আছে।’
সারাবাংলা/এফএম