সিটিকে টপকে দ্বিতীয় স্থানে আর্সেনাল
৩১ জানুয়ারি ২০২৪ ০৯:২৬
টানা দুই ম্যাচ হেরে শিরোপা লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছিলেন তারা। শীর্ষে থাকা লিভারপুল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধানটাও বাড়ছিল ক্রমেই। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের ধারায় ফিরেছিলেন তারা। গতকাল সেই ধারা বজায় রেখে হেসুস-সাকার গোলে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে সিটিকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্টেটার দল।
নটিংহামের মাঠে শুরু থেকেই দাপটের সাথেই খেলেছে গানার্সরা। ১৪ মিনিটে ওডেগার্ডের দারুণ একটি শট বাঁচিয়ে দেন ফরেস্ট কিপার। ৩০ মিনিটে গোলের আরেকটি সুযোগ নষ্ট করেন স্মিথ রো। স্রোতের বিপরীতে এগিয়ে যেতে পারত ফরেস্টও। ৪২ মিনিটে দানিলোর দারুণ একটি শট অল্পের জন্য জালে জড়ায়নি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সাকার জোরালো শট ঠেকিয়ে দেন ফরেস্ট কিপার টার্নার। গোল মিসের হতাশা নিয়ে দুই দলই হাফ টাইমে মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধেও ছিল আর্সেনালের দাপট। ৫৩ মিনিটে অল্পের জন্য গোল মিস করেন সাকা। আবারও তার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন টার্নার। ৫৭ মিনিটে আর্সেনালের বাঁধা হয়ে দাড়ায় পোস্ট, হেসুসের শট বারে লেগে ফেরত আসলে এগিয়ে যাওয়া হয়নি তাদের।
অবশেষে ৬৫ মিনিটে গোলের দেখা পায় আর্সেনাল। জিনসেনকোর বাড়ানো বল পায়ে নিয়ে এবার টার্নারকে পরাস্ত করেন হেসুস। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। হেসুসের পাসে ডি বক্সের ভেতর বল পেয়েছিলেন সাকা। তার শট টার্নারের আঙ্গুলে লেগেই গোলপোস্টে ঢুকে, এগিয়ে যাওয়ার আনন্দে ভাসে দল।
৮৯ মিনিটে এক গোল শোধ করে আর্সেনালকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ফরেস্ট। মন্টিয়েলের পাসে বল জালে জড়ান টাইয়ো আওনিয়ি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে সিটি।
সারাবাংলা/এফএম