Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৩৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ জানুয়ারি ২০২৪ ২১:১৮

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলা থেকে ৩ হাজার ৫শ পিস ইয়াবাও ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতাররা হলেন, এওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো.জাকির হোসেন খান (৫৫) ও একই ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে মো. বাদশা খান (৩৪)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে ৩ হাজার ৫’শ পিস ইয়াবাও ৭শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/একে

ইয়াবা গ্রেফতার মাদক কারবারি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর