কবি অসীম সাহাকে দেখতে হাসপাতালে কবি কামাল চৌধুরী
৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৫৩
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কবি অসীম সাহাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে তিনি কবি আসীম সাহাকে দেখতে যান। সেখানে কবি কামাল চৌধুরী বেশ কিছুসময় অবস্থান করেন, অসীম সাহার সঙ্গে কথা বলেন, তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে যে আর্থিক সহায়তা দিয়েছেন, সে বিষয়ে কবি অসীম সাহাকে অবহিত করেন কামাল চৌধুরী। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসীম সাহার চিকিৎসার সুব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডা. আতিকুর রহমান, ডা. হারিসুল হক এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/পিটিএম