Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি নির্বাচনে অংশ নেবে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৬:০৩

ঢাকা: সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সিটি করপোরেশন ও পৌরসভা মেয়রের শূন্য পদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানের কার্যালয় থেকে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে ১২ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বনানীতে দলের চেয়ারম্যান কার্যালয়ের দফতর থেকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ইউপি নির্বাচন জাতীয় পার্টি পৌরসভা সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর