পরের বিপিএলেও খেলতে চান মাশরাফি
২৭ জানুয়ারি ২০২৪ ০৯:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:২১
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন চার বছর আগেই। ঘরোয়া লিগের সাথে বিপিএলে এখনো খেলে যাচ্ছেন মাশরাফি। যদিও তার খেলা চালিয়ে যাওয়া নিয়ে কম প্রশ্ন ওঠেনি। এবারও মোহাম্মদ আশরাফুলসহ অনেক সাবেক ক্রিকেটারই বলেছেন, মাশরাফির বিপিএল না খেলাই উচিত। এসবের মাঝেই সিলেট-কুমিল্লা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, পা ঠিক থাকলে পরের বিপিএলেও খেলতে চান তিনি।
আশরাফুল কিছুদিন আগে বলেছিলেন, ‘আনফিট’ মাশরাফির খেলে যাওয়া বিপিএলের জন্য খারাপ ব্র্যান্ডিং। আশরাফুল ছাড়াও আরও অনেকেই মাশরাফির খেলে যাওয়া নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন। তবে গতকাল কুমিল্লার বিপক্ষে দল হারলেও মাশরাফির বোলিং আলাদাভাবে নজর কেড়েছে সবার। ৪ ওভার বোলিং করে মাশরাফি দিয়েছেন মাত্র ১৯ রান। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছেন মাশরাফি ও সিলেট।
আগামী বছর কি তাকে বিপিএলে দেখা যাবে? ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানালেন, এমনটা হতেই পারে, ‘হতে পারে, আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। যদি আগের বছরের মতো ফুল খেলতে পারি এই বছরও, তাহলে চিন্তা করবো। যেহেতু ফুল বোলিং করতে পারছি না, আমি এটা নিয়ে পরে চিন্তা করব।’
নিজের ভবিষ্যৎ নিয়ে এত আলোচনা হোক, এটা চান না মাশরাফি, ‘এটা শুধু আমার বিষয় না। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদেরও চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, তা খাওয়াতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটের কী উন্নতি হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে আপনাদের। আর সেগুলোই মানুষকে জানাতে হবে।’
এখনো উপভোগ করেন বলেই ক্রিকেট খেলে যাচ্ছেন মাশরাফি, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করি। শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনও সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস দুর্ভাগ্যবশত কী যেন হয়েছে। হঠাৎ পায়ে ব্যথা অনুভব হয়। এই বছর আমি নিজেও চাইনি যেহেতু পুরোপুরি ফিট নই। সবশেষ দুই ম্যাচে তো বোলিংই করিনি প্রায়। আজ একটু ভালো লাগছিল তাই করেছি। ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় কামব্যাক করতে পারবেন না, নিজেকেই সমাধান খুঁজতে হবে। সব খেলোয়াড়কে নিয়েই সমালোচনা হবে, এটা নিয়েই খেলতে হবে। এখানে জবাব দেওয়ার কিছু নেই। খেলায় মনোযোগ দেওয়াই ভালো।’
সারাবাংলা/এফএম