‘তৃণমূল পর্যায় থেকে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে’
২৬ জানুয়ারি ২০২৪ ১৯:২৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ০৯:৫৮
চট্টগ্রাম ব্যুরো: তৃণমূল পর্যায় থেকে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আমাকে চিকিৎসক বানিয়েছে। সেজন্য আমি এখানে আসতে পেরেছি। সুতরাং আমি মনে করি চমেক থেকে আমার কাজ শুরু করা দরকার। আমার মেসেজ হলো চিকিৎসা তৃণমূল পর্যায় থেকে উন্নতি করতে হবে। এটা আমার প্রথম দায়িত্ব।’
‘আমরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারি তাহলে চমেক হাসপাতালে মানুষ আর মাটিতে শুয়ে থাকবে না। রাঙ্গামাটি জেলার কোনো উপজেলায় যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে সেখান থেকে শহরে নিয়ে আসা ভীষণ কষ্ট হবে’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমি আজ (শুক্রবার) সচিব, সিভিল সার্জন ওদের সমস্যাগুলো শুনলাম। জনবল, জিনিসপত্রের অভাব- এসব তারা জানিয়েছে। আমি মন্ত্রণালয়ে বসে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তৃণমূল পর্যায় থেকে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নতি করা যায় সেটা নিয়ে কাজ করব। আরেকটি মেসেজ হলো চিকিৎসকদের সুরক্ষা। রোগী মারা গেলে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে আক্রমণ যাতে না হয় সেটাও আমি দেখব। আবার চিকিৎসকের কোনো অবহেলা হলে সেটাও দেখব।’
অভিযোগ আছে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পাওয়া যায় না সাংবাদিকের এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা শুনেছি, জানি। এখন দুই পক্ষেরই কথা শুনতে হবে। চিকিৎসকরা কেন থাকে না সেটাও একটি কারণ। আমাকে দুই পক্ষের সঙ্গে কথা বলে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে চিকিৎসকরা থাকে। আমার নিজের হাসপাতালে বার্ন ইউনিটে একটি মেয়ে পটুয়াখালীতে থাকত। তার বাসায় অ্যাটাক হয়েছে। এগুলো তো দেখতে হবে। আমি যদি আমার চিকিৎসককে ভালোভাবে রাখতে না পারি তাহলে কিভাবে সেখানে থাকবে। হ্যাঁ, থাকতে হবে যদি ভালো ব্যবস্থা করে দিই। তারপরও যদি না থাকে আমরা ব্যবস্থা নেব। তাকে থাকার মতো পরিবেশ সবকিছু দিতে হবে।’
এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/এমও