Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোলায় সার কারখানা হলে বিদেশ থেকে আর আমদানি করতে হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৪ ২২:২৫

ভোলা: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ আছে। এই গ্যাসের উপর নির্ভর করে সার কারখানা হলে দেশের কৃষিখাতের জন্যে ভালো হবে। আমাদের আর বিদেশ থেকে সার আমদানি করতে হবে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাটসংলগ্ন এলাকায় সার কারখানার জন্যে সম্ভব্য স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘ভোলায় সার কারখানা স্থাপনের বিষয়ে পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। আর ভোলার গ্যাসের উপর নির্ভর করে বড় বড় কোম্পানি শিল্প-কারখানা করতে ভোলায় আসতে শুরু করেছেন।’

এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ।

সারাবাংলা/পিটিএম

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ভোলা শিল্পমন্ত্রী সার কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর