Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪ ০৯:৩৪

ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় ‘অস্ত্র’ ভাবা হচ্ছিল তাকেই। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা হচ্ছে না বিরাট কোহলির। ব্যক্তিগত কারণে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কোহলি।

পুরো ক্যারিয়ারে ইনজুরি ছাড়া জাতীয় দলের ম্যাচ তেমন একটা বাদ দেননি কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে কোহলির রেকর্ডও অন্য সবার চেয়ে দুর্দান্ত। অনুমেয়ভাবেই তার দিকেই বিশেষভাবে তাকিয়ে ছিল ভারত। তবে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টে সিরিজের আগে হঠাৎ কোহলি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি প্রথম দুই ম্যাচে থাকছেন না।

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, কোহলি অধিনায়ক ও দলকে জানিয়েই সরে দাঁড়িয়েছেন, ‘কোহলি অধিনায়ক রোহিত, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সাথে এই ব্যাপারে আলোচনা করেছে। তার ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই অগ্রাধিকার পেয়েছে। তবে ব্যক্তিগত কিছু কারণে সে প্রথম দুই ম্যাচে থাকতে পারছে না। বোর্ড ও দল তার পাশেই আছে। বিসিসিআই আশা করছে মিডিয়া কোহলির ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে না। টেস্ট সিরিজে ভালো করার দিকেই সবার মনোযোগ রাখা উচিত।’

কোহলির পরিবর্তে দুই টেস্টের জন্য কে স্কোয়াডে ডাক পাবেন, সেটা এখনো নিশ্চিত করেনি ভারত। শোনা যাচ্ছে পুজারা কিংবা নবাগত সরফরাজ খান যোগ দিতে পারেন দলের সাথে। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে ভাইজ্যাকে হবে দ্বিতীয় টেস্ট।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড কোহলি ক্রিকেট ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর