Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৫:১৪

রাঙ্গামাটি: লংগদু উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানার দণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইব্রাহিম (৪৩) ধর্মান্তরিত হয়েছিলেন। তার পূর্বের নাম ছিল কাঞ্চন কুমার বিশ্বাস। সে যশোর সদর উপজেলার বারান্দি পাড়া (লিচু তলা) গ্রামের সন্তোষ কুমার বিশ্বাসের ছেলে। ২০১১ সালে এই ঘটনার সময় ভিকটিম কিশোরী লংগদু উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এক যুগের বেশি সময় পর এই মামলার রায় দিয়েছে আদালত।

ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি। তিনি বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছি। এর ফলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে আমার বিশ্বাস।’

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম বলেন, ‘আমি মনে করি মামলায় আসামি খালাস পাওয়ার মতো সুযোগ ছিল। এই রায়ের প্রতি আমরা সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আপিল করব। আপিল করলে ন্যায়বিচার পাব বলে আমরা আশাবাদী।’

মামলার নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১১ সালের ১৫ জুন আসামি মো. ইব্রাহিম সপ্তম শ্রেণি পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় কিশোরীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় ঘটনার এক যুগ পর আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা দণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আদালত রায়ে আসামিকে ৯০ দিনের মধ্যে কিশোরীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ১ লাখ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আসামি ক্ষতিপূরণ পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে (জেলাপ্রশাসক) নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/এমও

কারাদণ্ড ধর্ষণ মামলা যাবজ্জীবন রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর