Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪ ১৩:৩৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৩:৫৬

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আইরিশদের বিপক্ষে টসে জিতে প্রথম ম্যাচের মতো বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি।

বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার জিসান আলম ও ইকবাল হোসেন ইমন। তাদের জায়গায় দলে ঢুকেছেন আদিল বিন সিদ্দিক ও রাফিউজ্জামান রাফি।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ– আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), পারভেজ জীবন,রোহানাত দৌলা বর্ষণ, মারুফ মৃধা, রাফিউজ্জামান রাফি।

আয়ারল্যান্ড একাদশ– জর্ডান নেইল, রায়ান হান্টার, গেভিন রুলস্টোন, কিয়ান হিল্টন, ফিলিপাস রোক্স (অধিনায়ক), স্কট ম্যাকবেথ, জন ম্যাকনেলি, কারসন ম্যাককোলাহ, অলিভার রিলে, রুবেন উইলসন, ম্যাথু ওয়েলডন।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়ারল্যান্ড টপ নিউজ বাংলাদেশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর