Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১০:৪২

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন রুপবানের মারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদিয়া (৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউলের মেয়ে। শিশু সাদিয়া টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার আজগর আলী মাদারাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। সাদিয়া টঙ্গী রূপবানের মারটেক এলাকার আইনদ্দিনের ভাড়া বাড়িতে সৎ মা নাজমা বেগম ও বাবার সঙ্গে বসবাস করতেন।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার সকালে শিশু সাদিয়া মাদরাসার ক্লাস শেষে বাসায় চলে আসে। পরে রাতে আটটার দিকে ওই কক্ষ থেকে শিশুটির সাড়া না পেয়ে বিছানায় শিশু সাদিয়ার নিথর দেহ দেখতে পান প্রতিবেশিরা। পরে পুলিশে খবর পাঠায় তারা। খবর পেয়ে পুলিশ শিশুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘হত্যাকাণ্ড কিনা তা সঠিক বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।’

সারাবাংলা/এমও

টঙ্গী মাদরাসা শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর