Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের ‘বাজবলের’ জবাব ভারতের ‘কোহলিবল’!

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪ ০৯:৩৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৫:৫৯

ইংল্যান্ডের বিপক্ষে কোহলিই ভারতের বড় অস্ত্র

গত কয়েক বছরে ইংল্যান্ডের ‘বাজবল’ টেস্ট ক্রিকেটে এনেছে নতুন বিপ্লব। লাল বলেও সাদা বলের মতো মারকুটে ব্যাটিং এবং আক্রমণাত্মক অধিনায়কত্ব বিপক্ষ দলকে বেশ বিপাকেই ফেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্য পায়নি ইংলিশরা। এর মাঝেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। সিরিজ মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কথার লড়াই। সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, ইংল্যান্ডের বাজবলের জবাবে ভারতের অস্ত্র বিরাট কোহলি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভারতের বাবুর্চির রান্না খেতে অস্বীকৃতি স্টোকসদের! 

ইংল্যান্ডের বিপক্ষে ২৮ টেস্টে কোহলির রান ১৯৯১, গড় ৪২.৩৬। ঘরে কিংবা ইংল্যান্ডের মাটিতে, সবখানেই ব্যাট হাতে সফল কোহলি। এবারের সিরিজেও রুট-স্টোকসের বিপক্ষে ভারতের প্রধান অস্ত্র কোহলির ব্যাটিং, এমনটাই মানছেন গাভাস্কার, ‘কোহলির লক্ষ্য হবে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তর করা। ইংল্যান্ডের বাজবলের জবাব হবে কোহলিবল! গত কয়েক বছরে ইংল্যান্ড এই বাজবলের আবিষ্কার করেছে। এখানে ব্যাটাররা অতিরিক্ত আক্রমণাত্মক হয়। পরিস্থিতি যাই হোক তারা এভাবেই ব্যাটিং করে। তবে ভারতের মাটিতে তারা এটা করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।’

গাভাস্কারের সঙ্গে একমত আরেক সাবেক ভারতীয় পেসার জহির খান। তিনিও মানছেন, ভারতের মাটিতে বাজবল স্টাইলের ক্রিকেট খুব সহজে খেলতে পারবে না ইংল্যান্ড, ‘বাজবল দিয়ে ইংল্যান্ড প্রতিপক্ষের উপর চড়াও হয়। কিন্তু ভারতের স্পিনার ও বুমরাহদের বিপক্ষে বাজবল খেলা মোটেও সহজ হবে না। দুই দলই মাঠে তাদের আধিপত্য বিস্তার করে খেলতে চাইবে। শেষ পর্যন্ত কোন দল প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার বিষয়।’

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড কোহলি ক্রিকেট টেস্ট ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর