চট্টগ্রামে ৪ হাসপাতাল-ল্যাব বন্ধের নির্দেশ
২০ জানুয়ারি ২০২৪ ২২:৩২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১১:৩৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বেসরকারি হাসপাতাল ও ল্যাবসহ চারটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ নির্দেশ দেন।
প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর বন্দর এলাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল ও সেবা ডেন্টাল ও ফিজিওথেরাপি সেন্টার, দক্ষিণ হালিশহরে অগ্রণী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার এবং দক্ষিণ-মধ্যম হালিশহরে নিউ চাঁদের আলো হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার।
সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সারাবাংলাকে জানান, অগ্রণী ল্যাবের কোনো লাইসেন্স নেই। ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট নেই সেবা ফিজিওথেরাপি সেন্টারে। দু’টি প্রতিষ্ঠানকে যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈধ কাগজপত্র না থাকায় ন্যাশনাল চক্ষু হাসপাতাল এবং পরিদর্শনে যাওয়া কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় নিউ চাঁদের আলো হসপিটালকে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/আরডি/একে