Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির ৫৬টি মোবাইল ফোনসহ ৩ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ১৭:২৮

নরসিংদী: নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি স্মার্ট মোবাইল ফোনসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম, মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর সকালে পলাশ ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬টি মোবাইল ফোন চুরি হয়। এঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমও

গ্রেফতার নরসিংদী মোবাইল ফোন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর