Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৭:১৪

বগুড়া: বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে আইলা প্রজ্জ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আইলা প্রজ্জ্বালনের সঙ্গে সঙ্গে নৃত্য ছন্দম আর্টস একাডেমির শিল্পীরা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। কলেজ থিয়েটার পরিবেশন করে বাংলাদেশ গ্রাম থিয়েটারের দলীয় সংগীত।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলক পাল, তামান্না ও তাহিয়া।

সভায় বক্তব্য দেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হাসান ববি, নজরুল পরিষদের সভাপতি অ্যাডভোকেট মনতেজার রহমান মন্টু, বগুড়া নাট্য দলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, লিটল থিয়েটারের সভাপতি তৌফিক হাসান ময়না।

আলোচনার পর ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশন করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

বিকেলের পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে প্রকাশ শৈলী, উচ্চারণ একাডেমি, দল অন্যরকম। কলেজ থিয়েটার পরিবেশন করে নাটক যুদ্ধ এবং যুদ্ধ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া থিয়েটারের উপদেষ্টা এডনেস বাবু তালুকদার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান, উচারণ একাডেমির পরিচালক এডভোকেট পলাশ খন্দকার।

বিজ্ঞাপন

আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) পিঠা উৎসবের সমাপনী দিন। এদিন সকালে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বগুড়া থিয়েটার পরিবেশন করবে নাটক নানা রঙের দিন।

আয়োজক কমিটির প্রধান তৌফিক হাসান ময়না জানান, লিটন থিয়েটার এবং ভোর হলো দীর্ঘদিন যাবত পিঠা উৎসব আয়োজন করে আসছে। শহুরে সমাজ এখন বাঙালির যে ঐতিহ্য পিঠাপুলি, পায়েস এগুলো ভুলতে বসেছে। বাঙালির খাদ্যাভাসেও মিশে আছে ঐতিহ্য। এ সব ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এমন আয়োজন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ পিঠা উৎসব বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর