Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানা গেল কবে থেকে বিপিএল খেলবেন সাকিব-মাশরাফি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪ ২০:৩২

বিপিএলে কবে মুখোমুখি হচ্ছেন সাকিব-মাশরাফি?

১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন মাশরাফি ও সাকিব। তবে ঠিক কবে থেকে পাওয়া যাবে দুই তারকা ক্রিকেটারকে, সেটা নিয়েই ছিল ধোঁয়াশা। অবশেষে বিপিএল শুরুর আগের দিন জানা গেল, প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টে থাকছেন সাকিব-মাশরাফি।

ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটে অনিয়মিত সাকিব। মাঝে নিজেই জানিয়েছিলেন, চোখের অস্বস্তি নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন তিনি। চোখের মণির সমস্যার জন্য দেশে বিদেশে অনেক ডাক্তারই দেখিয়েছেন সাকিব। কিছুদিন আগেই লন্ডনে গিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন সাকিব। বিপিএলের শুরু থেকে খেলতে পারবেন কিনা, কিংবা আদৌ বিপিএলে তাকে পাওয়া যাবে কিনা, সেটা নিয়েই শঙ্কা ছিল।

বিজ্ঞাপন

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে সাকিব নিজেই এক ভিডিও বার্তায় জানিয়েছেন, লন্ডন থেকে ফিরে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি। একই কথা জানিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রংপুর। সেদিনই মাঠে দেখা যাবে সাকিবকে।

এদিকে প্রায় এগারো মাস পর টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামছেন মাশরাফি। গত বছরের মে মাসে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন তিনি। ১৯ জানুয়ারি বিপিএল শুরুর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস করতে মাঠে নামবেন মাশরাফি। মাশরাফির খেলা নিশ্চিত করেছেন সিলেটের সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

সারাবাংলা/এফএম

২০২৪ ক্রিকেট টপ নিউজ বিপিএল মাশরাফি সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর