‘কখনো অনিয়ম করিনি, কোথাও হলে সহ্য করব না’
১৮ জানুয়ারি ২০২৪ ২০:০১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২১:৪৬
ঢাকা: দেশের বাইরে যাতে কোনো মানুষের চিকিৎসা না নিতে যাওয়া লাগে সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি, কোথাও অনিয়ম হলে সেটা সহ্য করব না। আমার কিছুই চাওয়ার নেই। আমার একটাই লক্ষ্য হলো- দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দায়িত্ব নেওয়া স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও সুইপারদের সহযোগিতা চান।
সংবর্ধনা অনুষ্ঠানে জীবনের ইতিহাস তুলে ধরে সামন্ত লাল সেন বলেন, ‘৮০’র দশকে সম্ভবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে এলাম। প্রফেসর ডা. শহিদুল্লাহ স্যারের আন্ডারে রেজিস্টার হিসেবে কাজ করতে থাকলাম। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতাম বার্নের রোগিরা মশারি টাঙিয়ে বারান্দায় শুয়ে আছে, প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে, কষ্ট হচ্ছে রোগীদের।’
তিনি বলেন, ‘এগুলো দেখে তখন থেকেই ধনী হওয়ার ইচ্ছা বাদ দিয়ে দিলাম। চিন্তা করতে লাগলাম রোগীদের জন্য কিছু করা উচিত। তখন থেকেই সংগ্রাম শুরু। বার্ন রোগিদের জন্য আলাদা কিছু করতে হলে মন্ত্রণালয় কাগজ জমা দিতে হবে। তখন আমি টাইপ করতে পারতাম না। গুলিস্তানে গিয়ে টাইপিস্টের পাশে বসে বলতাম আর তিনি টাইপ করতেন। সেই কাগজ নিয়ে মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সঙ্গে কথা হলে তিনি বলেছেন, তুমি কিন্তু বার্ন ছেড় না, বার্নের সঙ্গে থাইকো। আমি বলেছি থাকব, সপ্তাহে একদিন আমি বার্ন ইনিস্টিউটে থাকব। আজ আমার এ সাফল্য, আমার সবকিছু ডিপেন্ট করবে মন্ত্রণালয়ের সচিব, ডিজি, কর্মকর্তা-কর্মচারী বৃন্দের উপর; তারা যদি আমাকে সাহায্য করে আমি এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘আমার কিছুই চাওয়া-পাওয়া নেই। আমার কিচ্ছু নাই। আমার দুই সন্তান, তারা বাইরে থাকে। আমরা দু’জন (স্বামী-স্ত্রী) দেশে থাকি। আমরা ডাল-ভাত খেতে পারলেই বাঁচি। তবে আমার এখন একটিই স্বপ্ন, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব।’ দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্টাফসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান সামন্ত লাল।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়াল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের স্বাস্থ্য ও শিক্ষা সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য ও সেবা সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম ও মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সহধর্মিনী রত্না সেন।
সারাবাংলা/এসএসআর/পিটিএম