বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, ভেঙেছে ডেকোরেটিভ বোর্ড
১৮ জানুয়ারি ২০২৪ ১৬:০১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ০৩:০৯
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ফের দুর্ঘটনা ঘটেছে। এতে টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে পতেঙ্গা প্রান্তে টানেলের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও টানেল কর্তৃপক্ষ জানিয়েছে।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুল ইসলাম সারাবাংলাকে জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে আনোয়ারা প্রান্ত থেকে বয়লার মুরগি বোঝাই একটি মিনি ট্রাক টানেলে প্রবেশ করে। পতেঙ্গা প্রান্ত দিয়ে বের হওয়ার পথের আরও অন্তত আধা কিলোমিটার ভেতরে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা মারে। এতে টানেলের দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সহকারী প্রকৌশলী (টোল অ্যান্ড ট্রাফিক) তানভীর রিফা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় টানেলের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডের প্রায় ৮০ ফুট লম্বা অংশ বিধ্বস্ত হয়েছে। চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হলেও চালকসহ কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান। পুলিশ পরিদর্শক আনিসুল ইসলাম জানিয়েছেন, টানেল কর্তৃপক্ষ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর দুই দিন আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে একটি মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হন।
সারাবাংলা/আরডি/এনইউ