Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ সীমান্তে মিলল ৪ কোটি টাকার সোনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৮:০১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:৩৫

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ৪০টি সোনার বারসহ রিমন হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়। আটক রিমন হোসেন মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মাটিলা সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার করা হবে-এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে ওঁৎ পেতে থাকে। এসময় দুই চোরাকারবারি সীমান্ত এলাকায় এলে বিজিবি তাদের ধাওয়া দেয়। এসময় তাদের একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে বিজিবি।

কর্নেল মাসুদ পারভেজ আরও জানান, চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে চার কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য চার কোটি পাঁচ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা। এ ঘটনায় মামলা দিয়ে রিমন হোসেনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আর উদ্ধার করা সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনইউ

আটক চোরাকারবারি ঝিনাইদহ টপ নিউজ বিজিবি মাটিলা সীমান্ত সোনার বার

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর