Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ২২:৩০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১১:৪৯

বান্দরবান: বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ লেম থার সাং বম (৩৩) নামে এক যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লেম থার সাং বম জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই-এর সদস্যরা। এ সময় তিন কেজি নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বমকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এনইউ

আটক আড়াই কোটি আফিম টপ নিউজ টাকা বান্দরবান যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর