Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ফুটবলার আমিনুল হকের রিমান্ড-জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৬:৪২

ঢাকা: রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার দুই মামলায় সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুই দিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, পল্টন থানা পুলিশ এক মামলায় তার ১০দিন এবং আরেক মামলায় সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আমিনুল হকের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ১৪ জানুয়ারি পল্টন মডেল থানার এক মামলায় তার সাতদিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

গত বছরের ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষেe ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/এএসকে/ইআ

আমিনুল ইসলাম জেলগেট সাবেক ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর