বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম
১৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১২:১২
বেশ কয়েক মাস ধরেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনা থাকলেও ক্রিকেটে অনুপস্থিত তামিম ইকবাল। সুস্থ হয়ে বিপিএল দিয়েই খেলায় ফেরার কথা তামিমের। এবার জানা গেলো, ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবেই এবারের বিপিএলে দলকে নেতৃত্ব এই বাংলাদেশ ওপেনার।
আরও পড়ুন- বিপিএলের টিকেট বিক্রি শুরু মঙ্গলবার
শেষবার খেলার মাঠে তামিমকে দেখা গিয়েছিল বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর পিঠের ইনজুরি, অবসর, অবসর থেকে ফিরে আসা; সবকিছু মিলিয়ে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তামিমকে। জানা গিয়েছিল, বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি। সেই হিসাবে বরিশালের সাথে অনুশীলনও শুরু করেছেন তামিম।
আরও পড়ুন- ১৯ জানুয়ারি শুরু বিপিএল, ফাইনাল ১ মার্চ
বিপিএল শুরুর কয়েকদিন আগেই বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে তাদের নেতৃত্ব দেবেন তামিম। বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, পুরো টুর্নামেন্টজুড়েই অধিনায়ক থাকবেন তামিম, ‘তামিমই বরিশালের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ তো আর অধিনায়ক হয়না, তাই সে পুরো টুর্নামেন্টেই দলের নেতৃত্বে থাকবেন।’
তামিমের ফিটনেস নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাবুল, ‘তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও এখন ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছে, শতভাগ ফিটও আছে। মিরপুরের অনুশীলনের সময়ই মনে হয়েছে সে ভালো অবস্থায় আছে।’
বরিশালে তামিমের দলে থাকবে মাহমুদউল্লাহ, মিরাজ ও মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটার। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মাঝে ডেভিড মিলার, শোয়েব মালিক, ফখর জামানদের দেখা যাবে বরিশালের জার্সি গায়ে মাঠে নামতে। আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বিপিএলে বরিশালের যাত্রা।
সারাবাংলা/এফএম