Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অভিনন্দন

স্টাফ করেসপেন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৬:০১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮

ঢাকা: আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি টেক্সটাইল, অভিবাসন, নিরাপত্তা এবং শক্তি স্থানান্তরের মতো ক্ষেত্রে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা মজবুত করতে একসঙ্গে কাজ করে আনন্দিত হব।

শেখ হাসিনার সাফল্য কামনা করে মেলোনি বলেন, মেয়াদ পূরণে আপনার সাফল্য কামনা করছি। আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি।

সারাবাংলা/আইই

জর্জিয়া মেলোনি টপ নিউজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর