Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ফুটবলার আমিনুল হককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৮:৩০

ঢাকা: রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার এক মামলায় সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক তরীকুল ইসলাম গত ২ জানুয়ারি আমিনুল হককে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন প্রথমে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

আমিনুল হকের পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সারাবাংলা/একে

আমিনুল ইসলাম জেলগেট সাবেক ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর